Peon-Messenger-Clerk Experience Letter: একজন Peon বা Messenger বা Clerk এর জন্য এক্সপেরিয়েন্স লেটার তৈরির সহজ সমাধান। যা এইচআরডির এক্সপেরিয়েন্স লেটার তৈরির এ্যাসিসটন্ট। এক্সপেরিয়েন্স লেটার তৈরির অভিজ্ঞতার প্রয়োজন নেই। এই ফরমই নিয়ে যাবে আপনাকে চিঠি তৈরির শেষ পর্যন্ত। আসুন শুরু করি,
এই ফরম দিয়ে তৈরি চিঠির উদাহরণ:
Peon-Messenger-Clerk Experienceযেভাবে তৈরি করবেন:
- উপরের ফরম পূরণ করে প্রিন্ট বাটনে ক্লিক করলেই তৈরি হয়ে আপনার চিঠি।
- অফিশিয়াল লেটারহেড পেপার প্রিন্টারে প্রবেশ করিয়ে প্রিন্ট দিন।
লেটার তৈরিতে যেসব তথ্য ইনপুট (আমাদের ফরম থেকে মার্ক) করবেন :
- অফিস প্রদত্ত একটি রেফারেন্স নাম্বার,
- সার্টিফিকেট তৈরির তারিখ,
- প্রতিষ্ঠানের নাম,
- টেকনিশয়ান/কর্মচারী/আবেদনকারীর নাম,
- ঠিকানা,
- জাতীয়তা,
- জাতীয়তা পরিচিতি নাম্বার, (পাসপোর্ট/রেসিডেন্ট কার্ড/ন্যাশনাল আইডেনটিটি কার্ড – যে কোনো একটি),
- ধর্ম,
- প্রতিষ্ঠানে যোগদানের সময়কাল বা তারিখ,
- প্রতিষ্ঠানে যেদিন পর্যন্ত কর্মরত ছিলেন বা আছেন, সেই সময়কাল বা তারিখ উল্লেখ করতে হবে,
- যে কর্মকর্তার দ্বারা লেটারটি সহি স্বাক্ষর সম্পাদন হবে তার নাম ও পদবী,
- ফরমে উল্লেখিত একজন কর্মচারী / টেকনিশিয়ানের প্রশংসিত / গুনবাচক অপশনগুলো ধারাবাহিকভাবে পছন্দ মতো নির্বাচন করতে হবে,
- প্রতিষ্টানের লেটারহেড পেড বা অফিশিয়াল পেড,
- লেটারে স্বাক্ষরকারী উর্ধতন অফিসারের নাম ও পদবী।
আশা করি, টুলসটি অফিসের পিয়ন, ম্যাসেনজার, ক্লার্ক এর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরিতে সহায়ক হবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এক্সিপেরয়েন্স সার্টিফিকেট তৈরির টুলস্গুলো নিয়ে আপনার মূল্যবান কমেন্ট করুন।