Your HRD Assistant!

Create Appreciation letter easily.

এসি টেকনিশিয়ান

এসি টেকনিশিয়ান পারফরম্যান্স লেটার | বাংলা

এসি টেকনিশিয়ান পারফরম্যান্স লেটার হচ্ছে এয়ার কন্ডিশনের উপর একজন প্রফেশনালের দক্ষতা ও অভিজ্ঞতার প্রশংসা করে লিখিত একটি চিঠি। ইংরেজিতে এক্সপেরিয়েন্স লেটার, এক্সপেরিয়েন্স ষ্টেটমেন্ট আর বাংলায় অভিজ্ঞতার সনদ নামে পরিচিত। 

এসি টেকনিশিয়ান এক্সপেরিয়েন্স লেটার

*** ফরম পুরনের উদাহরন প্রতিটি সেলে দেয়া আছে। পছন্দ মতো কাস্টমাইজ করুন। অপ্রয়োজনীয় সেলে হাইফেন (-) দিন।

অপশন-1[] এসি ইনস্টলেশন, মেইনটেন্সে এবং রিপেয়ারে তিনি দক্ষ ও অভিজ্ঞ টেকনিশিয়ান। তিনি সৎ, নিষ্ঠাবান এবং উত্তম চরিত্রের অধিকারী ।
অপশন-2[] তার উল্লেখযোগ্য প্রধান দায়িত্বগুলো হচ্ছে :
১. এসির সকল ধরনের ওয়ারিং, ইনস্টল, রক্ষণাবেক্ষণ এবং মেরামত করা।
২. বৈদ্যুতিক সব ধরনের সমস্যা সমাধান ।
৩. এসির নিরাপত্তা বিষয়ক সকল ধরনের তদারকি ও কর্তৃপক্ষ বরাবর রিপোটিং এবং
৪. নিয়ম মাফিক এসি সার্ভিসিং ও গ্যাস রিফিল সম্পাদন।

অফিস, বাসা বা ফ্ল্যাটে এসির কাজের জন্য যারা নিরাপদ, নির্ভরযোগ্য, সচেতন, পরিস্কার-পরিচ্ছন্নভাবে কাজ করেন, এমন একজন টেকনিশিয়ান খুঁজছেন, তাদের জন্য এই টেকনিশিয়ানকে সুপারিশ করা হলো ।

আমি তার আমরা তার

সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
ভবিষ্যতের জন্য শুভ কামনা করি।
সর্বোত্তম সাফল্য কামনা করি ।
আগামীর জন্য শুভ কামনা রইলো।
জীবনের উজ্জল ভবিষ্যৎ কামনা করি ।
জীবনের প্রতিটি সাফল্য কামনা করি ।
জীবনের সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করি ।
সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি ।



এসি টেকনিশিয়ান পারফরম্যান্স লেটার প্রিন্টেড কপি

নমুনা কপি -পিডিএফ :

experience_certificate_for_ac_technician_bangla

লেটার তৈরিতে যেসব তথ্য ইনপুট করবেন :

1. প্রথম ধাপ :

  • অফিস প্রদত্ত একটি রেফারেন্স নাম্বার,
  • সার্টিফিকেট তৈরির তারিখ,
  • প্রতিষ্ঠানের নাম,
  • টেকনিশিয়ান/কর্মচারী/আবেদনকারীর নাম,
  • ঠিকানা,
  • জাতিয়তা,
  • জাতিয়তা পরিচিতি নাম্বার, (পাসপোর্ট/রেসিডেন্ট কার্ড/ন্যাশনাল আইডেনটিটি কার্ড – যে কোনো একটি),
  • ধর্ম,
  • প্রতিষ্ঠানে যোগদানের সময়কাল বা তারিখ,
  • প্রতিষ্ঠানে যেদিন পর্যন্ত কর্মরত ছিলেন বা আছেন, সেই সময়কাল বা তারিখ উল্লেখ করতে হবে,
  • যে কর্মকর্তার দ্বারা লেটারটি সহি স্বাক্ষর সম্পাদন হবে তার নাম ও পদবী,
  • ফরমে উল্লেখিত একজন কর্মচারী / টেকনিশিয়ানের প্রশংসিত / গুনবাচক অপশনগুলো ধারাবাহিকভাবে পছন্দ মতো নির্বাচন করতে হবে।

2. দ্বিতীয় ধাপ :

  • প্রতিষ্টানের একটি লেটারহেড পেড / অফিশিয়াল পেড,
  • লেটারে স্বাক্ষরকারী উর্ধতন অফিসারের নাম ও পদবী।

Showkatbd Experience Letter is a full-featured experience letter organized application site. Which is going to prepare experience letter from just a form.   It will save your time ! Enjoy Now..

  FORM2Dox

  DOCUMENTCreation Tools

Check Also

মার্চেন্ডাইজার এক্সপেরিয়েন্স লেটার | বাংলা

মার্চেন্ডাইজার এক্সপেরিয়েন্স লেটার হলো, একজন মার্চেন্ডাইজার নিয়ে ফ্যাক্টরি/প্রতিষ্টান কর্তৃক লিখিত প্রশংসাপত্র। যা একজন মার্চেন্ডাইজারের ভালো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!