মার্চেন্ডাইজার এক্সপেরিয়েন্স লেটার হলো, একজন মার্চেন্ডাইজার নিয়ে ফ্যাক্টরি/প্রতিষ্টান কর্তৃক লিখিত প্রশংসাপত্র। যা একজন মার্চেন্ডাইজারের ভালো বেতনে চাকুরী পেতে সাহায্য করে। Showkatbd Experience Letter সকল প্রফেশনের এক্সপেরিয়েন্স লেটার তৈরিতে সহায়ক। সকল ধরনের ফ্যাক্টরি/ব্যবসা প্রতিষ্টান এক্সপেরিয়েন্স লেটার তৈরিতে এই এপ্লিকেশনের উপর নির্ভর করতে পারেন নির্দ্বিধায়। Enjoy It!
মার্চেন্ডাইজার এক্সপেরিয়েন্স লেটার
এই এপ্লিকেশন দিয়ে তৈরি মার্চেন্ডাইজার এক্সপেরিয়েন্স লেটার:
Merchandiser
এখান থেকে যেভাবে তৈরি করবেন একটি এক্সপেরিয়েন্স লেটার:
• উপরের ফরমটি পুরন করে প্রিন্ট বাটনে ক্লিক করুন,
• আপনার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দৃশ্যমান হবে
• যদি কোনো টাইপোস মিসটেক না থেকে থোকে তাহলে Print This Page বাটনে ক্লিক করুন,
• প্রিন্টারে অফিশিয়াল লেটারহেড রাখুন,
• পেজ সেটআপ করে প্রিন্ট দিন।
টাইপোস মিসটেকে যেভাবে কারেকশন করবেন:
• দৃশ্যমান চিঠির থেকে Make Correction বাটনে ক্লিক করে চিঠির ফরমের পাতায় চলে আসুন,
• যে সেলের অপশন মিসটেক হয়েছে সেখানে ক্লিক করে কারেকশন করুন,
• পুনরায় Print বাটনে ক্লিক করে চিঠির পাতায় প্রবেশ করুন,
• Print This Page বাটনে ক্লিক করুন।
যেভাবে একটি পিডিএফ ফাইল বানিয়ে সংরক্ষন করবেন:
• চিঠি ভিজিবল হলে Print This Page বাটনে ক্লিক করুন,
• প্রিন্ট ব্রাউজার থেকে Save as PDF সিলেক্ট করে প্রিন্ট করুন।
মনে রাখবেন, পিডিএফ মুডে সেভ করলে আপনি শুধু তথ্যসহ একটি পৃষ্টা সংরক্ষন করতে পারেন, সেখানে প্রতিষ্টানের লেটারহেড ও অথোরিটির কোনো সহি ও প্রতিষ্টানের কোনো সীলমোহর থাকবেনা।
যেভাবে প্রিন্ট ও সীল, সহি সম্পাদন করবেন:
• একটি এক্সপেরিয়েন্স লেটার অফিশিয়াল লেটারহেড পেপারে প্রিন্ট করবেন,
• এইচআরডি, মালিক বা সিগনেটরি অথোরিটি যার নাম ও পদবী চিঠিতে সন্নিবেশ করেছেন তার দ্বারা স্বহস্তে স্বাক্ষর ও সীলমোহর দিন,
• ভালো করে প্রুফরিড করে নিবেন।
যদি এক্সপেরিয়েন্স লেটার তৈরিতে আমার এই এ্যাপ্লিকেশন আপনাদের উপকারে আসে, অন্যকেও ব্যবহার করার জন্য শেয়ার করুন। কোনো চিঠি অপছন্দ হলে কমেন্ট করুন, যেন সকল ধরনের ভুল সংশোধন করে দিতে পারি। অনিচ্ছাকৃত ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ খাকুন..
ই-মেইল করতে পারেন এই আইডিতে : showkatbd2022@gmail.com
ফোন করতে পারেন এই নাম্বারে: +8801783989949 (Whatsapp)
Check Also
ডেলিভারি ম্যান এক্সপেরিয়েন্স সার্টিফিকেট | বাংলা
ডেলিভারি ম্যান এক্সপেরিয়েন্স সার্টিফিকেট হলো, ডেলিভারি ম্যান বা ডেলিভারি বয় নিয়ে প্রতিষ্টান কর্তৃক লিখিত প্রশংসাপত্র। …