Your HRD Assistant!

Create Appreciation letter easily.

ফ্রন্টডেস্ক অফিসার এক্সপেরিয়েন্স লেটার

ফ্রন্টডেস্ক অফিসার এক্সপেরিয়েন্স লেটার-বাংলা

ফ্রন্টডেস্ক অফিসার এক্সপেরিয়েন্স লেটার হলো, নিয়োগকর্তা বা কোম্পানী কর্তৃক একজন ফ্রন্টডেস্ক অফিসার বা রিসেপশনিষ্টের অভিজ্ঞতা, কর্মদক্ষতার প্রশংসা করে লিখিত পত্র । যা একটি প্রতিষ্ঠানের এইচআর বিভাগ কর্তৃক প্রদান করা হয়।

নিচের ফরম ফিলাপে সহজেই তৈরি হবে অভিজ্ঞতার সনদ!

অভিজ্ঞতা সনদ

*** ফরম পুরনের উদাহরন প্রতিটি সেলে দেয়া আছে। পছন্দ মতো কাস্টমাইজ করুন। অপ্রয়োজনীয় সেলে হাইফেন (-) দিন।

তিনি অত্যন্ত সৎ, কঠোর পরিশ্রমী, আন্তরিক এবং পেশাদার মনোভাবাপন্ন নিবেদিত প্রাণ এবং উত্তম চরিত্রের অধিকারী ।
তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ কর্মী এবং উত্তম চরিত্রের অধিকারী ।

তিনি প্রতিষ্ঠানের শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকান্ডে অংশ নেননি ।
তিনি কোনো রাষ্ট্র বা সমাজ বিরোধী কর্মকান্ডে জড়িত নন ।

আমি তার আমরা তার

সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
ভবিষ্যতের জন্য শুভ কামনা করি।
সর্বোত্তম সাফল্য কামনা করি ।
আগামীর জন্য শুভ কামনা রইলো।
জীবনের উজ্জল ভবিষ্যৎ কামনা করি।
জীবনের প্রতিটি সাফল্য কামনা করি।
জীবনের সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করি।
সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।



উপরের ফরম ফিলাপে লেটার নিম্নরুপ দৃশ্যমান হবে :

frontdesk-officer-bangla

ফ্রন্টডেস্ক অফিসার এক্সপেরিয়েন্স লেটার

আল্লাহ সবার মঙ্গল করুন, এই কামনায় ..

যে কোন পরামর্শ বা অনুসন্ধান, ভুল ত্রুটি সংশোধনে সহায়তা, কোন একটি এক্সপেরিয়েন্স লেটার পছন্দ বা অপছন্দ নিয়ে আপনার মন্তব্যের জন্য সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে – 01783989949 বা মেইল করতে পারে : showkatbd2022@gmail.com  এই আইডিতে। সব ধরনের পরামর্শ ও উপদেশ সাদরে গ্রহন করা হবে।

বিভিন্ন পেশাজিবীর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরীর ওয়ান স্টপ সলিউশন Showkatbd Experience Letter সময় ও অর্থ বাঁচাতে এবং মানসম্মত এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লিখার দুশ্চিন্তা দুরিকরনে একটি সহজ ও দুর্দান্ত প্লাটফর্ম।

যেকোন প্রতিষ্ঠানের Human resource development (HRD)’র জন্যেই এটি ডিজাইন করা। আপনার প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের মান সম্মত ও প্রফেশনাল জব এক্সপেরিয়েন্স লেটার তৈরীতে সহায়ক। ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ড্রাইভার, ইলেক্ট্রিশিয়ান, অফিস ম্যানেজার, শিক্ষক, সকল প্রফেশনের জন্য এই জেনারেটর আপনাকে কার্যকরী এবং প্রয়োজনীয় টেমপ্লেট সরবরাহ করবে।

মাত্র ১ মিনিটে তৈরি করুন আপনার প্রয়োজনীয়  এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।

Enjoy It ! 

তৈরি করবেন যেভাবে :

  • 1. ফরমে যথাযথ তথ্যাদি ইনপুট করুন।
  • 2. PRINT বাটনে ক্লিক করুন।
  • 3. সকল ইনফরমেশনসহ একটি এক্সপেরিয়েন্স লেটার দৃশ্যমান হবে।
  • 4. ** যদি লেটারে কোনরকম মিসটেক দৃশ্যমান না হয়, তাহলে Print this page বাটনে ক্লিক করুন।
  • 5. প্রিন্টারে আপনার প্রতিষ্ঠানের লেটার হেড প্রবেশ করান। 
  • 6. প্রিন্ট ব্রাউজার থেকে পেজ মার্জিন নির্বাচন করুন
  • 7. ফাইনালি PRINT দিন।

** কারেকশন বা ভুল সংশোধন করন :

  • 1. যদি টাইপোস কোনো মিসটেক থেকে থাকে Make Correction বাটনে ক্লিক করে ফরমের পাতায় চলে যান।
  • 2. যে ঘরের অপশন মিসেটেক দৃশ্যমান হয়েছে সে ঘরের অপশনগুলো কারেকশন করে পূর্বের ন্যায় Print বাটনে Click করুন। সর্বশেষ Print this page বাটনে ক্লিক করুন।

** বায়োডাটা PDF ডাউনলোড করবেন যেভাবে :

ফরম ফিলাপের পর দৃশ্যমান পেজ থেকে Make Now বাটনে ক্লিক করুন। প্রিন্ট ব্রাউজার থেকে Save as PDF অপশন বাছাই করুন এবং Print দিন।

Check Also

মার্চেন্ডাইজার এক্সপেরিয়েন্স লেটার | বাংলা

মার্চেন্ডাইজার এক্সপেরিয়েন্স লেটার হলো, একজন মার্চেন্ডাইজার নিয়ে ফ্যাক্টরি/প্রতিষ্টান কর্তৃক লিখিত প্রশংসাপত্র। যা একজন মার্চেন্ডাইজারের ভালো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!