Your HRD Assistant!

Create Appreciation letter easily.

প্লাম্বার এক্সপেরিয়েন্স লেটার | বাংলা

প্লাম্বার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট হচ্ছে, একজন প্লাম্বার বা স্যানিটারি মিস্ত্রির দক্ষতার বর্ননা করে লিখিত চিঠি। ব্যক্তিমালিকানা বা কোনো প্রতিষ্টানে কর্ম সম্পাদনের পরে একজন প্লাম্বার তার প্রয়োজনে এই চিঠি সংগ্রহ করে থাকে।

কিভাবে একজন প্লাম্বারের কাজের উপর ভিত্তি করে একটি প্রশংসাপত্র লিখতে হয়, তা নিয়ে আমরা অনেকেই দ্বিধায় পরে যাই। কিভাবে লিখবো বা কি লিখবো? এই দ্বিধা কাটাতেই আমাদের এই এপ্লিকেশন..

প্লাম্বার এক্সপেরিয়েন্স লেটার

*** ফরম পুরনের উদাহরন প্রতিটি সেলে দেয়া আছে। পছন্দ মতো কাস্টমাইজ করুন। অপ্রয়োজনীয় সেলে হাইফেন (-) দিন।

আমার জানামতে আমাদের জানামতে

তিনি অত্যন্ত সৎ, কঠোর পরিশ্রমী, আন্তরিক এবং পেশাদার মনোভাবাপন্ন নিবেদিত প্রাণ এবং উত্তম চরিত্রের অধিকারী ।
তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ কর্মী এবং উত্তম চরিত্রের অধিকারী ।

তিনি প্রতিষ্ঠানের শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকান্ডে অংশ নেননি ।
তিনি কোনো রাষ্ট্র বা সমাজ বিরোধী কর্মকান্ডে জড়িত নন ।

আমি তার আমরা তার

সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
ভবিষ্যতের জন্য শুভ কামনা করি।
সর্বোত্তম সাফল্য কামনা করি ।
আগামীর জন্য শুভ কামনা রইলো।
জীবনের উজ্জল ভবিষ্যৎ কামনা করি ।
জীবনের প্রতিটি সাফল্য কামনা করি ।
জীবনের সর্বাঙ্গীন মঙ্গল ও উন্নতি কামনা করি ।
সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি ।

সুপারিশ: যারা অফিস, বাড়ি বা ফ্ল্যাটের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য এবং একজন দক্ষ প্লাম্বার সন্ধান করছেন, তাদের জন্য একে সুপারিশ করা হলো।



plumber-exp

Check Also

মার্চেন্ডাইজার এক্সপেরিয়েন্স লেটার | বাংলা

মার্চেন্ডাইজার এক্সপেরিয়েন্স লেটার হলো, একজন মার্চেন্ডাইজার নিয়ে ফ্যাক্টরি/প্রতিষ্টান কর্তৃক লিখিত প্রশংসাপত্র। যা একজন মার্চেন্ডাইজারের ভালো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!