Experience Letter তৈরিতে আপনার সময় বাঁচানোর জন্যেই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। একটি 100% মানসম্মসত Experience Letter তৈরিতে যতগুলো ধাপ অতিক্রম করতে হয়, তার সবই আমার প্রতিটি লেটারে উপস্থাপন করা হয়েছে। এবং একটি উন্নত মানের Experience Letter তৈরী করার চেষ্টা হয়েছে।
বিভিন্ন পেশাজিবীর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তৈরীর ওয়ান স্টপ সলিউশন Showkatbd Experience Letter সময় ও অর্থ বাঁচাতে এবং মানসম্মত এক্সপেরিয়েন্স লেটার লিখার দুশ্চিন্তা দুরিকরনে একটি সহজ ও দুর্দান্ত প্লাটফর্ম ।
যেকোন প্রতিষ্ঠানের Human resource development (HRD) ডিপার্টমেন্টের জন্যেই এটি ডিজাইন করা। আপনার প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের মান সম্মত ও প্রফেশনাল জব এক্সপেরিয়েন্স লেটার তৈরীতে সহায়ক। ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ড্রাইভার, ইলেক্ট্রিশিয়ান, অফিস ম্যানেজার, শিক্ষক, সকল প্রফেশনের জন্য এই জেনারেটর আপনাকে কার্যকরী এবং প্রয়োজনীয় টেমপ্লেট সরবরাহ করবে।
Experience Letter তৈরির প্রতিটি ফরমে আছে বিস্তারিত সহজবোধ্য বর্ণনা । সহজেই তা পূরন করে তৈরী করতে পারেন আপনার প্রয়োজনীয় Experience Letter.
একটি Experience Letter তৈরীর আগে প্রথমেই যা করতে হবে :
১. যার জন্য Experience Letter তৈরী করার সিদ্ধান্ত নিয়েছেন, তার সমস্ত তথ্য আপনার কাছে থাকতে হবে।
২. আমাদের সাইটে প্রবেশ করে সেই বিষয়ের ফরমটি খুঁজে বের করুন।
৪. যত্নের সাথে ফরম টি ফিলাপ করুন। খেয়াল রাখতে হবে যেন কোন একটি ঘরও পূরন করা বাকী না থকে।
৫. সর্বশেষ অপশনে ক্লীক করে প্রিন্ট করুন।
Experience Letter দ্রুত এবং সহজে তৈরি করতে নিচের প্রিন্ট ইন্সট্রাকশন পড়ুন এবং অনুসরণ করুন।
ব্যবহার নির্দেশিকা :
Experience Letter তৈরীর ফর্মটি পূরণ করার পরে ফর্মের নিচের Print Button এ ক্লিক করুন, নীচের ছবির মতো প্রিন্ট ডায়ালগ বক্স দেখতে পাবেন :
ক. নীচে দেওয়া ছবির মত Page Margin সেটআপ পেজ দৃশ্যমান হবে :
খ. নিচের ছবির ন্যায় More options বাটনে ক্লিক করুন :
গ. নিচের ছবির ন্যায় -Headers and footers এবং -Background graphics আনচেক করুন :
ঘ. এবার Print বাটনে ক্লিক করে প্রিন্ট দিন।
2. কিভাবে একটি সফট্ কপি বা পিডিএফ ফাইল তৈরী করবেন :
a. নিচের সিরিয়াল নাম্বার ১ এর (ক-ঘ) পর্যন্ত অনুস্বরন করুন :
b. প্রিন্ট ব্রাউজার থেকে Print Destination : Save as PDF নিচের ছবির মতো এবং Save বাটনে ক্লিক করে সেভ করুন।
c. এবার নিচের ছবির মতো পছন্দের একটি নাম দিন । এবং সেভ বাটনে ক্লিক করুন।
d. ব্যাস হয়ে গেলো আপনার পিডিএফ মুডে ফাইল সেভ।
Enjoy it !
বি.দ্র. আপনার যে কোন Experience Letter PDF ফর্ম্যাটে সংরক্ষণ করতে পারেন। যাতে করে আপনি এটি ইমেল, WhatsApp এবং আরও অনেক উপায়ে শেয়ার করতে পারেন ৷